Tomay Shudhu Chai Bangla Song -Lyrics

Print Friendly, PDF & Email

Tomay Shudhu Chai Bangla Song Lyrics
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই,
তোমার মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার, চাওয়ার কিছু নাই,
আমি তোমায় শুধু চাই।
তুমি যখন থাকো দূরে প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার বাঁচার উপায় নাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই,
তোমার মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার, চাওয়ার কিছু নাই,
আমি তোমায় শুধু চাই।
তুমি আমার দখিন হাওয়া আধাঁর রাঁতের চাঁদের জোছনা,
তুমি আমার ভেতর-বাহির, তোমায় ছাড়া কিছুই বুঝিনা।
দিনে দিনে আমি তোমার মাঝে আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু, তোমারি কথাই,
প্রিয় তোমারি কথাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই,
তোমার মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার, চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই। অনুভূতির রঙে লেখা
তুমি আমার অমর কবিতা, তোমায় কত ভালোবাসি
কেউ জানেনা হৃদয় জানে তা।
দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই, বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয় তোমারি কথাই।

Tomay Shudhu Chai Song Lyrics:
Purbo poshchim uttor dokkhin
Jedike takai tomar mukhta dekhte pai
Ei jiboner golpe amar
Chaowar kichu nai
Ami tomay sudhu chai
Tumi jokhon thako dure
Praan thakena deher ghore
Hridoy pure chaai amar bachar upay nai
Tumi amar dokhin hawa
Andhar raate chander jochona
Tumi amar vetor bahir
TOmay chara kichui nujhina
Dine dine ami tomar majhe aaro dube jai
Baare baare mon bole shudhu
Tomari kothai priyo

Lyrical Diary-Tomay Shudhu Chai

Tomay Shudhu Chai’ (তোমায় শুধু চাই) song is sung by famous Bangladeshi singer Imran Mahmdul and Bristy. This song has been penned by Ahmed Risvy, Tuned & music by Imran Mahmudul.

The song is about a young man who yearns for love but cannot find someone to share his affections with. He sings about how he longs to be in love and have someone to call his own. The lyrics are philosophical and reflect the sentiment of the protagonist.
Tomay Shudhu Chai (টোমা শুধু চা) is a popular Bengali song. The song is about the protagonist’s love for another person and how he would do anything to be with her. The lyrics are written in a simple, poetic style.