O Moder Deshbasire | ও মোদের দেশবাসীরে

Print Friendly, PDF & Email

O Moder Deshbasire | ও মোদের দেশবাসীরে

Patriotic Songs , Bangla Patriotic Songs Lyrics, Bangla Patriotic Songs


ও মোদের দেশবাসীরে—
আয়রে পরাণ ভাই আয়রে রহিম ভাই
কালো নদী কে হবি পার।
এই দেশের মাঝেরে পিশাচ আনেরে
কালো বিভেদের বান,
সেই বানে ভাসেরে মোদের দেশের মান।
এই ফারাক নদীরে বাঁধবি যদিরে
ধর গাঁইতি আর হাতিয়ার
হেঁইয়া হেঁই হেঁইয়া মার, জোয়ান বাঁধ সেতু এবার |
এই নদী তোমার আমার খুনেরি দরিয়া
এই নদী আছে মোদের আঁখিজলে ভরিয়া
এই নদী বহে মোদের বুকের পাঁজর খুঁড়িয়া
(মোরা) বাহু বাড়াই দুই পারেতে দুজনাতে থাকিয়া
(ওরে) এই নদীর পাকে পাকে কুমীর লুকায়ে থাকে
ভাঙে সুখের ঘর ভাঙে খামার,
হেঁইয়া হেঁই হেঁইয়া মার, জোয়ান বাঁধ সেতু এবার।
বুকেতে বুকেতে সেতু অন্তরের মায়া ঘিরে বাঁধিরে
কুটিলের বাধা যত ঘৃণার নিষ্ঠুরাঘাতে ভাঙ্গিরে
সাম্যের স্বদেশ ভূমি গড়ার শপথ নিয়ে বাঁধিরে
হেঁইয়া হেঁই মারো, জোর বাঁধি সেতু বাঁধিরে
বাঁধি সেতু বাঁধিরে।

(দেশভাগের দাঙ্গার সময়ে লেখা গান, কথা ও সুরঃ সলিল চৌধুরী)

Lyrical Diary: O Moder Deshbasire | ও মোদের দেশবাসীরে

O Moder Deshbasire | ও মোদের দেশবাসীরে — Bangla Patriotic Songs Lyrics , Bangla Patriotic Songs, Patriotic Songs