Ke Tumi Bangla Song -Lyrics

Print Friendly, PDF & Email

Ke Tumi Tahsan Lyrics in Bengali:

কে তুমি ?
কেন এখানে ?
কেন এতদিন পরে ?
তুমি কি দেবে আমায় ?
পেছনে ফিরে দেখ তুমি
অপ্রত্যাশিত কোন অতিথি
চোখ ফেরালে বল কেন
ভয় পেয়েছ কি নাকি অরুথী
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়,
তবে চোখ মেলাতে কি বিরোধ?
ভুল করে একটা বার- প্রাচীরটা ভেঙ্গে দেখ
জমে আছে কত কথা
ভুল করে বলে নিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা!!
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়-
নিরন্তর ছিলে আমারই ছায়ায়,
তবে চোখ মেলাতে কি বিরোধ ?
জানে না যে কেউ আমি অবতার!
সমাযের চোখে শুধু তিরষ্কার
ধ্বংস করে দিয়ে সে সংস্কার
পুরনো করেছ দেরী-দার সৎকার ।
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়-
নিরন্তর ছিলে আমারই ছায়ায়,
তবে চোখ মেলাতে কি বিরোধ ?
ভুল করে একটা বার- প্রাচীরটা ভেঙ্গে দেখ
জমে আছে কত কথা
ভুল করে বলে নিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা !!
জানি প্রতিটা মূখপাট্য অন্তস্হ-
জানি বায়বীয় জগতে যে আমারই থাক,
তবে চোখ মেলাতে কি বিরোধ?
ভুল করে একটা বার- প্রাচীরটা ভেঙ্গে দেখ
জমে আছে কত কথা
ভুল করে বলে নিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালবাসি কেন যে তোমায়, হবেনা কখনো বুঝা

Ke Tumi Tahsan Lyrics in Bangla
Ke Tumi ? Keno Ekhane
Keno Etodin Pore
Pechone Fire Dekho Tumi,
Oprottyashito Otithi
Cokh Ferale Bolo Keno
Voy Peyecho Ki, Naki Aroti
Jani Protita Swopne
Tumi Dekhcho Amay
Nirontor Chile Amaroi Chayay
Tobe Cokh Melate Ki Birodh
Vul kore arek Ta bar
prachir ta venge dekho
Jome ache koto kotha
Vul kore bole niyo
jonmantor jodi mittha hoy
Ei hobe Sesh Dekha
Valobashi keno je tomay,
Hobena kokhono Bujha
Jani Protita Swopne
Tumi Dekhcho Amay
Nirontor Chile Amaroi Chayay
Tobe Cokh Melate Ki Birodh

Lyrical Diary-Ke Tumi

Ke Tumi Bangla song is sung by Tahsan Khan. Song Lyrics are written by Tahsan Khan. Ke Tumi is from the Bangla Album Uddeshsho Nei. Ke Tumi (কে তুমি) Bangla song is composed and tuned by Tahsan Khan.

Ketumi Tahsan’s song in Bengali is a lyric poem by eminent Bengali poet and writer Rabindranath Tagore. The work is about a man thinking about his life and death. The song reflects the fleeting nature of life and how everything, including people, is finally settled.

Who are you in Bengal with the pain of Tahsan’s song separation? The song is sung from the perspective of a person who longs for the return of their loved one. The lyrics express deep sorrow and grief, which brings the idea of ​​being separated from someone you love.