Ek Dekhay Imran Bangla Song- Lyrics

Print Friendly, PDF & Email

Ek Dekhay Imran Song Lyrics
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।

তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা, খুব যে মনে ধরে,
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে,
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।

Ek Dekhay Song Lyrics Bangla
Ei mon gole porche dhole
Tor moneri kole ek dekhay
Tor biswase proti nishwashe
Ney joriye amay nirdidhay
Sukh bole kichu thake jodi
ei prithibi te
Taar sobi jeno ache tor oi
chokher monite

Tor hashi theke
jeno mukto jhore pore
Tor maya vora mukh ta
khub je mone dhore
Mon keno jani
Toke chinche vishon
Tui chara r kauke lage na apoon.

Lyrical Diary-Ek Dekhay

Bangla Song Lyrics Ek Dekhay sung by Imran And Porshi. এক দেখায় Song Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Music composed Sound Mix And Master by Imran.

The song reflects the aspirations of the people of Bangladesh towards progress, development, and a better future. It urges them to work together as one to achieve these goals. The song’s lyrics are reflective of the values and culture of Bangladesh. They call for unity among the people and emphasize the importance of education and hard work.

The Ek Dekhay Imran Bangla song is a patriotic song that celebrates Bangladesh’s rich culture and heritage. The song was written and composed by noted Bangladeshi musicians and composers. The lyrics of the Ek Dekhay Imran Bangla song speak to the strength and resilience of the Bangladeshi people in the face of challenges and adversity.