Cholonamoyee Bangla Song-Lyrics

Print Friendly, PDF & Email

Cholonamoyee Bangla Song-Lyrics

গল্প গুলো সব মিথ্যে ছিলো
বুঝতে পারিনি আমি,
মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে
ওরে ছলনাময়ী।
বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে
আমায় ছেড়ে যেও না,
কোথায় গেলো তোমার মিথ্যে কান্না
এখন কি মনে পড়েনা ?
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
ও বলিতে তোমার আমায় ছাড়া
লাগে বড়ো একা,
এখন কেন মুখ গোমরা করো
পেলে আমারও দেখা।
একটা সময় কাঁদাবে তোমায়
আমার ও শূন্যতা,
হাজারও ডাকলে আমায়
মিলবেনা আমারও ছায়া।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
হবো একদিন খুব বড় আমি
তুমি থাকবেনা যোগ্য আমার,
দেখবে তুমি আর পুরবে নিরবে
পাবে না আর সে অধিকার।
বুঝবে তুমি ঠিকই খুঁজবে আমায়
হবে না তো লাভ কোন আর,
আমিও তো ভুলে যাবো তোমার ঠিকানা
হয়ে যাবো অন্য কাহার।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।

Cholonamoyee Song Lyrics In Bengali:
Golpo gulo shob mitthey chilo
Bujhte parini ami
Mitthey shopon dekhiye kothay harale
Ore Cholonamoyi
Buke joriye kede bole chile
Amay chere jeo na
Kothay gelo tomar mitthey kanna
Ekhon ki mone pore na
E kemon valobashay tumi jorale
Vulite parina tomake
Tomar amay mone ar ki pore na
Ki kore vule gele amake
Ooo bolite tomar amar chara
lage boro eka
ekhon keno mukh gomra koro
Pele amaro dekha
Ekta somoy kadbe tomay
Amar o shunnota
Hazaro dakle amay
Milbe na amar o chaya
E kemon valobasay tumi jorale
Vulite pari na tomake
Tomar amay mone ar ki pore na

Lyrical Diary-Cholonamoyee

Cholona-moyee Song is from bangla natok Cholonamoyee the title song Cholonamoyee Sung by Samz Vai.The telefilm Starring Musfiq R,Farhan, Tasnia Farin, Zakir Hossain and Others. Music composed by P.B. Rudro. Cholonamoyi Song Lyrics written by Samz Vai. E Kemon Valobashay Tumi Jorale Lyrics.

The Cholonamoyee song lyrics are about a girl in love with a boy from a different caste. She is conflicted between her love for him and her desire to remain pure. The song speaks to the universal human experience of struggling to find our place in the world.

Cholonamoyee is a Bengali folk song that has been popular in the region for centuries. The song tells the story of a young woman in love with a man who is already married.
The woman goes to see her lover at his home, but he refuses to see her. She eventually melts into the crowd and disappears.