Bhese Ase Sudur Smritir | ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়

Print Friendly, PDF & Email

Bhese Ase Sudur Smritir | ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়

Nazrul Geeti, Bangla Song Lyrics

ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়
রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ পূরবী, আমারে কাঁদায়॥
কা’রা যেন এসেছিল, এসে ভালোবেসেছিল।
ম্লান হ’য়ে আসে মনে তাহাদের সে-ছবি, পথের ধুলায়॥
কেহ গেল দ’লে ─ কেহ ছ’লে, কেহ গলিয়া নয়ন নীরে
যে গেল সে জনমের মত গেল চলিয়া এলো না, এলো না ফিরে।
কেহ দুখ দিয়া গেল কেহ ব্যথা নিয়া গেল
কেহ সুধা পিয়া গেল কেহ বিষ করবী তাহারা কোথায় আজ
তাহারা কোথায়॥

Lyrical Diary: Bhese Ase Sudur Smritir | ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়

Bhese Ase Sudur Smritir | ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায় – Lyricist: Kazi Nazrul Islam, Nazrul Geeti. Bangla Song Lyrics